ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাঘাটা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সাঘাটা জামায়াতের আমির গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া দাখিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



ইব্রাহিম আলী ওই মাদ্রাসার সহকারী সুপার ও উপজেলা সদরের ধারাবর্ষা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, জামায়াত নেতা ইব্রাহিম আলী রেলে নাশকতার ঘটনায় মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুপুরে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।