ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শপথ নিলেন নেত্রকোনার ৫ পৌর মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শপথ নিলেন নেত্রকোনার ৫ পৌর মেয়র ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার পাঁচ পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।



এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে মেয়রদের শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জি এম সালেহ উদ্দিন।

শপথ নেওয়া মেয়ররা হলেন, নেত্রকোনা পৌরসভার নজরুল ইসলাম খান,  মদনের মো. আব্দুল হান্নান তালুকদার, মোহনগঞ্জের অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, কেন্দুয়ার মো. আসাদুল হক ভূঁইয়া ও দুর্গাপুরের মাওলানা আব্দুস ছালাম।

এদিকে, একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নিয়েছেন গ্রহণ পাঁচ পৌরসভার ৪৫ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১৫ জন নারী কাউন্সিলর।

জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিমের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলার সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান প্রামাণিকসহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা  (ইউএনও) ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর ওই পাঁচ পৌরসভা নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ ও মদন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।