ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ভোলা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলায় সমন জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা জেলা যুবদল।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল কার্যালয়ে যুব ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে।


 
জেলা যুবদল আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুবদল সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিল হোসেন ওয়াদুদ, জাকির হোসেন রুবেল, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন, সিনিয়র সহ সভাপতি মনির হোসেন, জেলা যুবদল সদস্য বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি অজি উল্ল্যাহ সুমন, পৌর যুবদল সাবেক সভাপতি আক্তার হোসেন বাচ্ছু।
 
সমাবেশে বক্তারা মিথ্যা মামলার প্রতিবাদ জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।