ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার নামে রাষ্ট্রদ্রোহ মামলা

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
নারায়ণগঞ্জে যুবদলের প্রতিবাদ সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, বিএনপি নেতা মাসুদ রানা, সাগর প্রধান প্রমুখ।

সমাবেশে সভাপত্বিত করেন নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। হুমকি-ধামকি, গুম-হত্যা ও মিথ্যা মামলা দিয়ে বিএনপি তথা দেশবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।