ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাতিবান্ধায় জামায়াতের সাধারণ সম্পাদক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
হাতিবান্ধায় জামায়াতের সাধারণ সম্পাদক আটক ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দইখাওয়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।



আটক মোসলেম উদ্দিন উপজেলার গোতামারী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ও দক্ষিণ গোতামারী গ্রামের মোবারক আলীর ছেলে।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, জামায়াত নেতা মোসলেম উদ্দিনকে দইখাওয়া মসজিদের সামন থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আটক জামায়াতের এ নেতার নামে পূর্বের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আইনি ব্যবস্থা নিয়ে বুধবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।