ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেরপুরে বিএনপি নেতার বাসায় দুর্বৃত্তের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
শেরপুরে বিএনপি নেতার বাসায় দুর্বৃত্তের হানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়ায় অবস্থিত এক বিএনপি নেতার বাসায় হানা দিয়ে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।


 
ভুক্তভোগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল মারুফ শিমুল বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে তিনিসহ পরিবারের সবাই ঢাকায় যান। ফলে বাসায় কেউ ছিলো না।
 
এ সুযোগে দুর্বৃত্তরা প্রাচীর টপকে বাসার ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজার তালা ভেঙে ঘরে রাখা ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা, একটি ৩২ ইঞ্চি রঙিন টিভিসহ প্রয়োজনীয় জিনিস লুটে নেয়। এসময় দুর্বৃত্তরা বাড়ির প্রত্যেক ঘরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়।
 
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাসার গৃহপরিচারিকা এসে ঘটনাটি দেখেন। পরে বিষয়টি বাড়ির মালিক হাসানুল মারুফ শিমুলকে জানান।
 
বুধবার দুপুরে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।