ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
 
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের বড় জামে মসজিদের সামনে থেকে ফেনী সদর ও পৌর ছাত্রদলের ব্যানারে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ট্রাংক রোড় প্রদক্ষিণ করে এসএসকে সড়কে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ফেনী সদর ছাত্রদলের আহ্বায়ক মনজুর হোসেন মনজু ও ছাত্রদল নেতা করিমুল হক সুমন।

সমাবেশে বক্তারা বলেন, এটি মিথ্যা মামলা। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ মামলা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।