ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জ বিএনপির সভাপতিসহ ২৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
গোবিন্দগঞ্জ বিএনপির সভাপতিসহ ২৬ নেতাকর্মী কারাগারে ছবি : সংগৃহীত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নানসহ ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।



আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিএনপির ওই ২৬ নেতাকর্মী নাশকতা মামলার আসামি। দুপুরে তারা ওই মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।