ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরার ৮ জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সাতক্ষীরার ৮ জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর

সাতক্ষীরা: নাশকতার বিভিন্ন মামলায় আট জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাতক্ষীরা অতিরিক্ত জজ আদালত-১ এর বিচারক আশরাফুল ইসলাম মামলার ধার্য দিনে তাদের জামিন নামঞ্জুরের আদেশ দেন।



জেএমবি সদস্যদের মধ্যে মোনাজাত আলীর নামে তিনটি, ইসমাইল হোসেনের নামে পাঁচটি, নাসির উদ্দিনের নামে দশটি, গিয়াস উদ্দিনের নামে ১০টি, নুরুল ইসলামের নামে ১০টি, মনিরুল ইসলামের নামে ১০টি, সাইফ আসাদুজ্জামানের নামে পাঁচটি ও বেল্লাল হোসেনের নামে সাতটি নাশকতার মামলা রয়েছে। তারা আগে থেকেই কারাগারে ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুস সামাদ জানান, ২০০৫, ২০০৮ ও ২০১৫ সালের ভিন্ন ভিন্ন নাশকতার মামলায় আট জেএমবি সদস্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বৃহস্পতিবার ছিল ওই সব মামলার ধার্য দিন। ধার্য দিনে তারা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।