ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা লিয়াকতের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বিএনপি নেতা লিয়াকতের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: দলের ঢাকা মহানগরের সূত্রাপুর থানা শাখার সাধারণ সম্পাদক হাজী লিয়াকত আলীর মা পিয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দলের যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত)  অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।



ফখরুল বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ নারী হিসেবে পিয়ারী বেগম অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বার্তায় পিয়ারী বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন পিয়ারী বেগম। এসময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।