ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
নেত্রকোনায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার বহুল আলোচিত যুবদল নেতা অঞ্জন কুমার দাস ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি পলাতক আজাদ সুলতান অনুকূল ফারাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাইশিমুল গ্রাম থেকে আজাদকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত আজাদ নেত্রকোনা সদর উপজেলার বাহিরউড়া গ্রামের ওয়ারেছ উদ্দিন ফারাসের ছেলে।

বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা গোয়েন্দা শাখার উপ-পরির্দশক (এসআই) জামাল উদ্দিন।

এর আগে ২০১৫ সালের ০২ জুলাই রাতে নেত্রকোনা শহরের আনন্দবাজার এলাকায় সাইফুল ইসলাম বাবলুর ব্যবসায়িক চেম্বরে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয় ভুট্টো। গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টোকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে (০৪ জুলাই’২০১৫) নিহতের মা আরতী রানী দাস বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় আজাদ সুলতান অনুকূল ফারাস, ডা. টিটু সাহা ও সাইফুল ইসলাম বাবলুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ডা. টিটু সাহা ও সাইফুল ইসলাম বাবলুকে গ্রেফতার করে। মামলায় গ্রেফতার হওয়া অন্য দুই আসামিও বর্তমানে জামিনে রয়েছেন।

এছাড়া মামলার প্রধান আসামি আজাদ সপরিবারে পলাতক থাকার কারণে এতোদিন তাকে গ্রেফতার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৬১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।