ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধৃষ্টতা দ্বিতীয়বার দেখাবেন না, বিএনপিকে হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ধৃষ্টতা দ্বিতীয়বার দেখাবেন না, বিএনপিকে হানিফ মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বির্তক সৃষ্টি করে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা দ্বিতীয়বার দেখাবেন না।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।



‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করে বিএনপি-জামায়াত পাকিস্তানের অপকর্মকে জায়েজ করতে চায়’ এমন মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষই শহীদ হয়েছিলেন। এই বিশাল সংখ্যা একজন-দু’জনের নাম ধরে কখনও হিসাব করা যায় না। হত্যার ধরণ ও ব্যাপক হত্যাযজ্ঞ দেখে এ হিসেব করা হয়ে থাকে। ’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হানিফ বলেন, পরিষ্কারভাবে বিএনপির নেতাদের জানিয়ে দিতে চাই, ইতিহাস বিকৃতি করার ষড়যন্ত্র বন্ধ করুন। এই ধৃষ্টতা দ্বিতীয়বার দেখাবেন না। জাতির পিতাকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে ধৃষ্টতা দেখালে সমুচিত জবাব দেওয়া হবে। স্বাধীনতা ও ইতিহাস বিকৃতিকারীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য উৎখাত করবে জনগণ। ’  

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর প্রতিক্রিয়া ও একাত্তরে নিজেদের অপকর্ম অস্বীকার করে আসছে পাকিস্তান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেই অপকর্মকে জায়েজ করার জন্য বিএনপি ও জামায়াত তাদের সঙ্গে একই সুরে কথা বলে যাচ্ছে। ’

‘পাকিস্তান যেভাবে বলেছে একাত্তরে তারা এদেশে গণহত্যা করে নাই। আজও বিএনপি সেই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের সেই বক্তব্য সমর্থন করে যাচ্ছে,’ যোগ করেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।

খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি।  

স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু একদিনে হন নাই, এই স্বাধীনতা একদিনে আসেনি। এই স্বাধীণতা কোনো ব্যক্তির এক হুইসেলে আসে নাই। ’

অনুষ্ঠ‍ানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের আইন-আদালত খালেদা জিয়ার দ্বারা হয়রানির শিকার হচ্ছে। কেননা আদালতে হাজিরার তারিখ পড়লেও উনি যান না। ’

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, পার্টির মহাসচিব মুফতি তাজুল ইসলাম ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।