ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদাই আদালতকে হয়রানি করছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
খালেদাই আদালতকে হয়রানি করছেন

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার খালেদা জিয়াকে নয়, বরং তিনিই দেশের আইন-আদালতকে হয়রানি করছেন। বারবার হাজিরার নির্দেশ দিলেও তিনি (খালেদা জিয়া) আদালতের আদেশ উপেক্ষা করে হাজিরা দেন না।

এভাবে অনুপস্থিত থেকে বিএনপি নেত্রী দেশের আইন ও আদালতকে হয়রানি করছেন। ’

‘সরকার মামলা করে খালেদা জিয়াকে হয়রানি করছে’-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় সম্মেলনে ড. হাছান মাহমুদ বলেন, জামায়াত-শিবির ও বিভিন্ন উগ্রপন্থি ধর্মীয় গোষ্ঠীর বাংলাদেশে মদদদাতা খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) তার আঁচলের তলায় এসব জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন।

সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপহিতত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, এমএ করিম ও পার্টির মহাসচিব মুফতি তাজুল ইসলাম ফারুকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।