ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চান্দিনায় চার মুক্তিযোদ্ধাসহ পাঁচ জনের আ’লীগে যোগদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
চান্দিনায় চার মুক্তিযোদ্ধাসহ পাঁচ জনের আ’লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় চার মুক্তিযোদ্ধাসহ পাঁচ জন আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাতাঘাসী ইউনিয়নে আয়োজিত সমাবেশে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন তারা।



যোগদানকৃতরা হলেন উপজেলা গণতান্ত্রিক মুক্তযোদ্ধা দল সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ গাফফার, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সুফী নূরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল্লাহ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।