ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে নিখোঁজ বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিরোজপুরে নিখোঁজ বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার

পিরোজপুর: এক সপ্তাহ নিখোঁজ থাকার পর পিরোজপুরে নজরুল ইসলাম (৪৮) নামে ইউনিয়ন বিএনপির এক নেতার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বাঘমারা গ্রামের একটি ধানখেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।


 
মৃত নজরুল ইসলাম সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
 
সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান কামরুজ্জামান চান বাংলানিজউকে জানান, এক সপ্তাহ আগে নজরুল ইসলাম নিখোঁজ হন। শনিবার রাতে স্থানীয়রা ধানখেতে পঁচা গন্ধ পেয়ে খড়ের মধ্যে একটা অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

পিরোজপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তার স্বজনেরা নজরুলের মৃতদেহ শনাক্ত করেন। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।