ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বান্দরবানের বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বান্দরবানের বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ঢাকা: বান্দরবান জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্নকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে বান্দরবান জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্নকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ওএইচ/আরএম                                                                         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।