ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতা ফারুকের মায়ের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
যুবলীগ নেতা ফারুকের মায়ের দাফন সম্পন্ন

ফরিদপুর: ফরিদপুরে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেনের মা জাহানারা বেগমের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় আলীপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।



এর আগে বাদ জোহর ফরিদপুর ইয়াছিন কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমার কফিনে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু।

পরে স্থানীয় আলীপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়‍ার খন্দকার মোশাররফ হোসেন, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।  

এর আগে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন জাহানারা বেগমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।