ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় ছাত্রলীগের র‌্যালি-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জানুয়ারি ৩১, ২০১৬
সাতক্ষীরায় ছাত্রলীগের র‌্যালি-আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু প্রমুখ।

এর আগে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।