ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিকেলে দেশে ফিরছেন ফখরুল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বিকেলে দেশে ফিরছেন ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ফখরুলের দেশে ফেরার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



তিনি বলেন, সোমবার (০১ ফেব্রুয়ারি) সোয়া ৫টার দিকে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সময় ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমএম/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।