ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলীর বাড়িতে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলীর বাড়িতে হামলা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী

নাটোর: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোর শহরের কানাইখালী জেলেপাড়া এলাকার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পৌর যুবলীগের সদস্য রেদওয়ান আহমেদ সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নিজে বাদী হয়ে যুবলীগ কর্মী সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন আহাদ আলী সরকার।

পরে দুপুরে সাব্বিরকে গ্রেফতার ও বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।

এরআগে মঙ্গলবার রাতে সাব্বিরের নেতৃত্বে একদল যুবক শহরের কানাইখালী এলাকায় আহাদ আলী সরকারের বাড়িতে হামলা করেন।

এ সময় তারা বাড়ির কেয়ারটেকার বাবু শেখকে মারধর করেন। তাকে রক্ষায় এগিয়ে এলে সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের অধ্যক্ষ মৌসুমী পারভিনের ওপর চড়াও হন হামলাকারীরা। তারা পারভিনকে লাঞ্ছিত করে তার গলা ও হাত থেকে স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে চলে যান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সাবেক প্রতিমন্ত্রী নিজে এ মামলা করেছেন। সাব্বির নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।