ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদল পদবঞ্চিতদের ভাঙচুর, অগ্নিসংযোগ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
নয়াপল্টনে ছাত্রদল পদবঞ্চিতদের ভাঙচুর, অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদল পদবঞ্চিত নেতা-কর্মীরা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপি কার্যালয়ের চতুর্থতলায় ছাত্রদল কার্যালয়েও আগুন ধরিয়ে দেন পদবঞ্চিত নেতারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে নয়াপল্টনে সদ্য ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরাও সেখানে জড়ো হন। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজিত ছাত্রদল নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেল ভাঙচুর চালান। এমনকি তিনটি মোটর সাইকেল, দু’টি চা দোকানে আগুন ধরিয়ে দেন তারা।

পরে কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভেতরে চলে গেলে বাইরে থাকা কর্মীরা ইট-পাটকেল ছোঁড়েন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এ ঘটন‍ায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চলাচল করছে যানবাহনও।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুর রহমান জানান, ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করে দেখছি।

তবে এ ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম।

সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলের কোনো নেতাকর্মী জড়িত নেই। সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা এ কাণ্ড ঘটিয়েছে।

‘স‍ামনে বিএনপির কাউন্সিল বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে,’ বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬, আপডেট: ১৭০৩ ঘণ্টা
এমএম/এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।