ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দি পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সারিয়াকান্দি পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শাহী সুমন দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ে বিদায়ী মেয়র টিপু সুলতানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।



এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন, বিদায়ী মেয়র, নবনির্বাচিত মেয়র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল বাসেদ সরদার ও বিদায়ী কাউন্সিলর মিনহাজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।