ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে ছাত্রদলের দুই নেতাকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ফরিদপুরে ছাত্রদলের দুই নেতাকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহম্মেদ তাবরীজ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা এএম ইউসুফ সহ-সাংগঠনিক সম্পাদক হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ফরিদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।



ছাত্রদলের নেতাকর্মীরা ফরিদপুর শহরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের আলীপুর কবরস্থান মোড় হয়ে জনতা ব্যাংকের মোড় ঘুরে পুনরায় আবার গোলপুকুরের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বেনজীর আহম্মেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, এএম ইউসুফ, সেলিম হোসেন প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরকেবি /ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।