ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী জয়পুরহাট যাচ্ছেন বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
স্বরাষ্ট্রমন্ত্রী জয়পুরহাট যাচ্ছেন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

জয়পুরহাট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার (১০ ফেব্রুয়ারি) জয়পুরহাট যাচ্ছেন।

এদিন তিনি হেলিকপ্টারযোগে জয়পুরহাটে পৌঁছে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা সভায় অংশ নেবেন।



এরপর বেলা ১২টায় পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, ডিআইজি মো. ইকবাল বাহার ও জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।

দুপুরে সার্কিট হাউসে বিশ্রাম শেষে তিনি আক্কেলপুর পৌর শহরের মুকিমপুরে স্থাপিত ফায়ার ষ্টেশনের শুভ উদ্বোধন করবেন। এরপর বিকাল ৩টায় আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর জয়পুরহাট সফরের এ সময়সূচি জেলা পুলিশ ও জেলা প্রশাসন সূত্র বাংলানিউজকে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।