ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দু’একজন পুলিশের অপরাধ বিচ্ছিন্ন ঘটনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দু’একজন পুলিশের অপরাধ বিচ্ছিন্ন ঘটনা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। নির্বাচনে পরাজিত হলে বা বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার অবৈধ, অনৈতিক, এই কথা বলার দিন শেষ।



বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অবৈধ সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের অনুসারীদের বাংলাদেশের জনগণকে নীতি নৈতিকতা শেখানোর দরকার নেই। তারা বাংলাদেশে যে অন্যায় অত্যাচার করেছে সেই ব্যাপারে আল্লাহ’র কাছে তওবা পড়ুক আর জনগণের কাছে মাফ চাক।

এসময় সাম্প্রতিক সময়ে পুলিশের বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ডের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনের দু’একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয়, বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের মূল্যায়ন করা উচিত নয়। কারণ প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই আমরা জঙ্গিবাদের উৎপাত থেকে কিছুটা শান্তিতে আছি। দেশবাসী নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারছে। সেই দিক থেকে দু’একজনের অন্যায় কাজের জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করা উচিত নয়।

এসময় জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।