ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা খোকনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ছাত্রদল নেতা খোকনের জামিন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর আদালত থেকে নাশকতার মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময় মামলায় আটক অন্য দুই আসামি জনি ও সোহাগের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত এ আদেশ দেন।

২০১৫ সালের ১৫ জুন ফরিদপুরের কানাইপুর এলাকা থেকে পেট্রোল বোমাসহ ছাত্রদল নেতা খোকন, তার সহযোগী সোহাগ ও জনিকে গ্রেফতার করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করে ৠাব-৮।

পরবর্তীতে উচ্চ আদালত থেকে খোকন জামিনে মুক্তি পান। বুধবার নিম্ন আদালতে হাজির হলে আদালত খোকনের জামিন মঞ্জুর করলেও তার দুই সহযোগীর জামিন নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।