ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাবিতে আট ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
জাবিতে আট ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আট ছাত্রলীগ কর্মীকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র মো. ইউসুফ জামিলকে মারধর করায় কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।



প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী জুবায়ের আহম্মেদ (প্রতœতত্ত্ব বিভাগ ৪১তম ব্যাচ), তারেক হাসান (পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, ৪১তম ব্যাচ), মাহবুবুর রহমান নীল (দর্শন বিভাগ, ৪২তম ব্যাচ), আল্লামা ইকবাল (পরিবেশ বিজ্ঞান, ৪২তম ব্যাচ), সোহেল (পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, ৪২তম ব্যাচ)  জাকির  হোসেন (পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, ৪২তম ব্যাচ), ইমরান হোসেন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ) ও আসিফ উল ইসলামকে (প্রতœতত্ত্ব বিভাগ, ৪৩তম ব্যাচ) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরা সবাই মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বটতলা খাবারের দোকানের সামনে জামিলকে মারধর করেন মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মীরা। পরে এ ঘটনার বিচার চেয়ে ওই শিক্ষার্থী অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।