ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টন বিএনপি ‍অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নয়াপল্টন বিএনপি ‍অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের রাস্তায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি অফিসের উল্টো পাশের রাস্তায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে দেখা যায়নি।

এ ঘটনার পরপর ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করে। সরকার দলের লোকজন এ বিস্ফোরণ ঘটিয়েছে বলেও তারা নানা ধরনের স্লোগান দেয়।

ককটেল বিস্ফোরণের সময় রাস্তায় দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনক এক যুবককে আটক করে মারপিট করে ছাত্রদল। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।