ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
লক্ষ্মীপুরে ইউপি সদস্য গ্রেফতার ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর বসুদুহিতা ওয়ার্ডের সদস্য মো. সেলিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



সেলিম রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে জানান, জমি-জমা সংক্রান্ত মারামারির ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।