ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করা হচ্ছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
‘অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করা হচ্ছে’

ঢাকা: ‘সরকারের অসহিষ্ণুতা ও নিপীড়নমূলক তৎপরতায় দেশের গণতান্ত্রিক ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তৈরি করা হচ্ছে অপ্রয়োজনীয় উত্তেজনা।

রাষ্ট্রের প্রশাসন ও আইনি প্রতিষ্ঠানকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ’

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিন্যবাপী কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী অধিবেশনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ অভিযোগ এনেছেন।

তিনি বলেন, ভিন্নমত ও রাজনৈতিক বিরোধীদের দমনে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রশাসন ও আইনি প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। সরকার ও সরকারি নীতির সমালোচনাকে ‘রাষ্ট্রদ্রোহীতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

সরকারের এসব তৎপরতা রাজনৈতিক বিভেদ, বিভাজন ও বৈরীতাকে আরও বাড়িয়ে তুলবে। প্রতিশোধমূলক অপরাজনৈতিক সংস্কৃতির আরও বিস্তার ঘটাবে। তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তন ও ভিন্নমত প্রকাশের সুযোগ বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি মহাজোট-জোটের অপরাজনীতি প্রত্যাখান করে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন।

পুরানা পল্টনে মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ মুনীর-আজাদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য রাখেন- পার্টির কেন্দ্রীয় নেতা মুকলেছুর রহমান, আকবর খান, আবু হাসান টিপু, আনসার আলী দুলাল, রাশিদা বেগম, অ্যাপোলো জামালী, মোজাম্মেল হোসেন, রাজ বিহারী দাস, ফিরোজ আহমেদ, রইজউদ্দিন সরকার প্রমুখ।

সভার শুরুতে কমরেড হায়দার আকবর খান রনোর মা কানিজ ফাতেমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১২, ২০১৬
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।