ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন-অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ময়মনসিংহে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন-অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় চাঞ্চল্যকর শিমুল হত্যার খুনিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিঘারকান্দা বাইপাস গোল চত্বর এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এ দাবিতে এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত শিমুলের মা ফিরোজা বেগম, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন সোহানের মা হাসি আক্তার, স্থানীয় বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ৮ দিন পার হয়ে গেলেও শিমুলের হত্যাকারীরা ধরা পড়েনি। বরং পলাতক থেকে উল্টো আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ যে দু’জনকে গ্রেফতার করেছে তারা হত্যাকাণ্ডের মূল আসামি না।

** ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।