ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে জামায়াত কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
শিবগঞ্জে জামায়াত কর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সহিংসতা, নাশকতা, সরকারি কাজে বাধা দেওয়াসহ ১০টি মামলার আসামি মোবাসের ইসলাম (৪০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত জামায়াত কর্মী শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার হাজারিডাঙ্গা গ্রামের মৃত. ডা. ওয়াজিউল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, মোবাসের দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।