ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড় কৃষকলীগের সভাপতি তাজু, সম্পাদক আপেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পঞ্চগড় কৃষকলীগের সভাপতি তাজু, সম্পাদক আপেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে মো. তাজিরুল ইসলাম তাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি, আপেল মাহমুদ সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল লতিফ তারিন এই তিনজনের নাম ঘোষণা করেন।

সম্মেলনে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে জেলা কৃষকলীগের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।