ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ফেনীতে ছাত্রদলের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মেসবাহ উদ্দিন খানকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক  করায় ফেনীতে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসএসকে সড়কে একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আরো বড় আকারে মিছিল বের করতে শহরের বিভিন্ন এলাকা থেকে শহীদ সালাম কমিউনিটি সেন্টারে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশি বাধার মুখে বড় মিছিল করতে পারেনি তারা।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, অনুমতি না নেওয়ায় ছাত্রদলকে মিছিল করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।