ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদ মিনারে খালেদার প্রবেশ রুখবে আওয়ামী প্রচারলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
শহীদ মিনারে খালেদার প্রবেশ রুখবে আওয়ামী প্রচারলীগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া বিরূপ মন্তব্য প্রত্যাহার না করলে তাকে ২১ শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চ‍ারণ করেন তারা।



বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য প্রত্যাহার না করলে তাকে জাতীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা আপনি পাকিস্তানের এজেন্ট, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের নিয়ে কটুক্তি প্রত্যাহার না করলে আমরা আপনাকে শহীদ মিনার থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

বক্তব্য দ্রুত প্রত্যহারের পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদের প্রতি সম্মান দেখিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী প্রচারলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ইকবাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুল হক বাদল এবং যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনএইচএফ/টিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।