ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাড়ি ভাঙচুর মামলায় নয়াপল্টনে ৫ যুবদলকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
গাড়ি ভাঙচুর মামলায় নয়াপল্টনে ৫ যুবদলকর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

আটক পাঁচজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন জামাল হোসেন, কামাল হোসেন ও কাজল।

ওসি জানান, পল্টন থানায় গাড়ি ভাঙচুরের মামলায় আসামি হিসেবে এদের নাম রয়েছে। তাই তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।