ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধনিয়াতে ছুরিকাঘাতে মহিলা আ’লীগ নেত্রীর ছেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ধনিয়াতে ছুরিকাঘাতে মহিলা আ’লীগ নেত্রীর ছেলের মৃত্যু

ঢাকা: রাজধানীর ধনিয়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলে মাসুদ রানা (৩০) মারা গেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মুমুর্ষূ ‍অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



বরিশাল জেলার মুলাদীর ওহাব মোল্লার ছেলে মাসুদ তিন মাস আগে মালয়েশিয়া থেকে বিবিএ পাস করে দেশে আসেন। তিনি ধোলাইপাড় হাইস্কুল রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

মাসুদের খালা রেখা আক্তার জানান, ধনিয়া কবরস্থান গলিতে তার ছেলে মেহেদীকে দুর্বৃত্তরা মারধর করে। এর কারণ জানতে গেলে শিকদারসহ ১০/১৫ জন মাসুদকে প্রথমে মারধর করে, পরে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, জানা গেছে নিহত ব্যক্তি মহিলা আওয়ামী লীগ নেত্রী রীনা আক্তারের ছেলে। মাসুদের মরদেহটি বর্তমানে ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।