ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফুলপুরে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ফুলপুরে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফুলপুর-শেরপুর সড়কের গোলচত্বর এলাকায় ওই ইউনিয়ন বিএনপির পদত্যাগী সভাপতি বাবুল মাস্টারের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাকিম সরকারের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে যোগদান করেন।



এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শশধর সেন ও হাবিবুর রহমানসহ ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির পদত্যাগী সভাপতি বাবুল মাস্টার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ইউনিয়ন বিএনপি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগকে মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তাব করেছিল।

কিন্তু দলীয় সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার প্রায় ৫০ লাখ টাকা নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান রোকনোজ্জামান রোকনকে মনোনয়ন দেন। অথচ দলের ইউনিয়ন কিংবা উপজেলায় তার প্রাথমিক সদস্যপদও নেই।

এ মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে  দলটির ১২৩ জন নেতাকর্মী কয়েকদিন আগে পদত্যাগ করে ২৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগে যোগদানের কথা ঘোষণা দেন।

এরপরও বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের টনক না নড়ায় অবশেষে এ ইউনিয়ন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করলেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।