ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাঙামাটি হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
রাঙামাটি হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: মন্টি চাকমাকে সভাপতি, নীতি শোভা চাকমাকে সাধারণ সম্পাদক ও জোনাকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  
 
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) কুদুকছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের হলরুমে আয়োজিত শাখা সংগঠনটির ৩য় কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়েছে।


 
কমিটি ঘোষণা ও নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।
 
কাউন্সিল শেষে ইউপি কার্যালয়ের সামনে থেকে নতুন কমিটির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।