ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আখের গোছানোর রাজনীতি করে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আখের গোছানোর রাজনীতি করে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি সব সময় রাজনীতি করে তাদের আখের গোছাতে। আর আওয়ামী লীগ করে মানুষের মুখে হাসি ফোটাতে।



তিনি বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকার দেশে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল। পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন জোট ২০০১ সালে লুটপাট করে তা নামিয়ে এনেছিল মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াটে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের সাদীপুর থানদারপাড়া এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসার পর বিদ্যুতের উৎপাদন বাড়াতে পরিশ্রম করে যাচ্ছেন। শিগগিরই চারঘাটের সরদহ ইউনিয়নসহ দেশের প্রতিটি ইউনিয়নের বাড়িতে বাড়িতে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

বিদ্যুৎ নিয়ে যারাই দুর্নীতি করার চেষ্টা করবেন তাদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে সবার প্রতি এ সময় আহ্বান জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটসহ প্রতিটি সেক্টরে কেবল উন্নয়ন হচ্ছে। অথচ বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট শুধু দুর্নীতি আর লুটপাট করেছে।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেকের কাছে ৫ কোটি টাকা জমা না দিয়ে কেউ মন্ত্রী হতে পারেননি। কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী পরিষদে প্রায় ৫০ জন মন্ত্রী থাকলেও টাকা নেওয়া তো দূরের কথা কেউ ক্ষমতার দাপটও দেখানোর চেষ্টা করেননি। তাই দুর্নীতি আর লুটপাট করতে করতে বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

এলাকার ভোটারদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, উন্নয়ন করতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে ‘নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই দল যাকেই মনোনীত করবে তার পক্ষেই কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের বাইরে গিয়ে যারা নৌকা প্রতীকের সঙ্গে বেঈমানী করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, চারঘাটের সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতির (২) জোনাল ম্যানেজার নিতাই কুমার সরকার ও চারঘাট জোনাল ব্যবস্থাপক আব্দুল কাদের প্রমুখ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।