ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

চাঁদপুর সদরে আ.লীগের প্রার্থী যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
চাঁদপুর সদরে আ.লীগের প্রার্থী যারা

চাঁদপুর: আগামী ৩১ মার্চ চাঁদপুর সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে ‍আওয়ামী লীগ।



চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ১নং বিষ্ণুপুর ইউপিতে শামীম আহমেদ খান, ২নং আশিকাটি ইউপিতে বিল্লাল হোসেন পাটওয়ারী, ৩নং কল্যাণপুর ইউপিতে শহীদ উল্যাহ খান, ৪নং শাহমাহমুদপুর ইউপিতে কামাল হোসেন খান লাল্লু, ৫নং রামপুর ইউপিতে আল-মামুন, ৬নং মৈশাদী ইউপিতে মোখলেছুর রহমান মিজি, ৭নং তরপুরচন্ডী ইউপিতে ইমাম হাসান রাসেল, ৮নং বাগাদী ইউপিতে বেলায়েত হোসেন বিল্লাল, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউপিতে মো. সেলিম খান, ১১নং ইব্রাহীমপুর ইউপিতে কাশেম খান, ১২নং চান্দ্রা ইউপিতে খানজাহান আলী কালু পাটওয়ারী, ১৩নং হানারচর ইউপিতে আ. ছাত্তার রাঢ়ী ও ১৪নং রাজরাজেশ্বর ইউপিতে হযরত আলী বেপারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে একটি গ্রামের সীমানা নিয়ে মামলা রয়েছে। ফলে ওই ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।