ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এমপি গোলাম রাব্বানীকে আ.লীগ থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমপি গোলাম রাব্বানীকে আ.লীগ থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

চাঁপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

একইসঙ্গে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান এবং শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র কারিবুল হক রাজিনকেও দল থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সুপারিশ অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্রি. (অব.) এনামুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল প্রমুখ অংশ নেন।

এদিকে, সংসদ সদস্যসহ তিন নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের খবরে শিবগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গোলাম রাব্বানী বাংলানিউজকে বলেন, পৌর নির্বাচনে আমি দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করিনি। আমি সংগঠন বিরোধী কাজ করিনি। একটি মহল শিবগঞ্জে দলীয় রাজনীতিকে কবর দিতেই এই ধরণের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন বলেন, জেলা কমিটির কয়েকজন নেতা শিবগঞ্জে দলকে ধ্বংস করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন। জনসমর্থনহীন এসব নেতার কাছে দলের চেয়ে টাকা বড়।

তিনি দলের গঠনতন্ত্র বিরোধী কাজের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে গত বছরের ২৪ ডিসেম্বর ওই তিনজনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।