ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেত্রী রহিমা শিকদারের মার মৃত্যুতে মহিলাদলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বিএনপি নেত্রী রহিমা শিকদারের মার মৃত্যুতে মহিলাদলের শোক

ঢাকা: বিএনপি নেত্রী রহিমা শিকদারের মার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয়তাবাদী মহিলাদল।

মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে এক বিবৃতিতে শোক জানানো হয়।

জাতীয়তাবাদী মহিলাদল মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদারের মা জয়ফুন নেছা সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে বাসভবনের ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জয়ফুন নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা এবং সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

শোকবার্তায় তারা বলেন, মরহুমা জয়ফুন নেছা একজন পরহেজগার ও দানশীল নারী হিসেবে এলাকার সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

নুরী আরা সাফা এবং শিরিন সুলতানা মরহুমা জয়ফুন নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।