ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শাহবাগে নেতাদের ওপর হামলার নিন্দা ছাত্রদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
শাহবাগে নেতাদের ওপর হামলার নিন্দা ছাত্রদলের

ঢাকা: রাজধানীর শাহবাগে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলার অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।



বিবৃতিতে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, যুগ্ম সম্পাদক তানজিল হাসান এবং কবি জসিম উদ্দিন হল শাখার ছাত্রদলের আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্রদলকে এভাবে বাধা দেওয়ায় ছাত্রলীগ যে নিরন্তর অনড়তা, একঘেয়ে ও বৈরিতা দেখিয়ে আসছে তা সমাধানহীন সংকটের জন্য তাদের দায়ী হতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।