ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির জাতীয় কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
বিএনপির জাতীয় কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: বিএনপির জাতীয় কাউন্সিল আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।



রিজভী অভিযোগ করে বলেন, গত ০১ মার্চ (মঙ্গলবার) ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। পরে ২ মার্চ (বুধবার) তাদেরকে জনগণের প্রচন্ড প্রতিরোধের মুখে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়।

জিএম হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী খোরশেদ আলম বাচ্চুসহ তার সমর্থকদের বেদম মারধর করে আহত করা হয়। এছাড়া আনন্দপুর ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী ফখরুল আলম স্বপনকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী জোর করে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে বুধবার তাকে পাওয়া যায়।

এধরণের ন্যাক্কারজনক ঘটনায় দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এধনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

এদিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ১১টি ইউনিয়নের মধ্যে হিরন, রামশিল, বান্দাবাড়ী ও তিনজুরী ইউপি নির্বাচনে বিএনপির মনোনীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। প্রশাসন এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি।

এছাড়া বরিশাল, ব্রাহ্মণবাড়ীয়া, নড়াই, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার উপজেলাগুলোর আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া যে সকল প্রার্থীরা নানা বাধা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরও বিভিন্ন কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে।

এ সকল ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬/আপডেট ১২৫৬ ঘণ্টা
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ