ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

‘পল্লী বন্ধু এরশাদ আসলে ভালো হতো’

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
‘পল্লী বন্ধু এরশাদ আসলে ভালো হতো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘দীর্ঘ ৮ বছর পর খুলনা মহানগর জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনে পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এলে ভালো হতো।

বর্ষীয়ান এ সফল সাবেক রাষ্ট্র নায়ককে দেখলে তৃণমূলের নেতা-কর্মীরা আরও চাঙ্গা হতেন। ’

শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে সামনে রেখে এমনটি জানালেন দলের মহানগর যুগ্ম সম্পাদক এম আল-মামুন। তিনি সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক।

নগরীর জাতিসংঘ পার্কে সম্মেলনের মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ পর্যবেক্ষণের সময় বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে বাংলানিউজের সাথে কথা হয় জাপার এ নেতার।

এ সময় তিনি জানান, ‘পল্লী বন্ধুকে এক নজর সামনাসামনি দেখার জন্য খুলনার নেতা-কর্মীরা ব্যাকুল। তাদের প্রত্যাশা ছিলো এ সম্মেলনে তিনি আসবেন। তিনি আসলে খুলনায় একটি ব্যাপক সাড়া পড়তো। ’

প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘সম্মেলনের সকল প্রস্তুতি শেষের পথে। নেতা-কর্মীদের মাঝে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নগরজুড়ে এখন শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন আর পোস্টার। চলছে বিরামহীন প্রচার-প্রচারণা। ’

সম্মেলন সফল করতে নেতা কর্মীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন বলে এ সময়  জানান এম আল-মামুন।

সম্মেলনে কতজন কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘৫শ’ কাউন্সিলর ও এক হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন হাজার হাজার তৃণমূলের নেতা-কর্মী। ’

মামুন জানান, ‘সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের। প্রধান বক্তা থাকবেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। বিশেষ অতিথি থাকবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান ট্যাপা, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনিল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, পার্টির যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জেলা জাপার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোক্তার হোসেন।

সভা পরিচালনা করবেন নগর জাপার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। নেতৃত্বে তেমন কোন পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমন কোন পরিবর্তন হবে না। ’

দলীয় সূত্রে জানা যায়, নগর জাপার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০০৮ সালে। ওই সম্মেলনে আব্দুল গফফার বিশ্বাসকে সভাপতি ও মোল্লা মুজিবরকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে আব্দুল গফফার বিশ্বাস দল থেকে পদত্যাগ করেন। ২০১৪ সালের ২৫ মার্চ জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ শেখ আবুল হোসেনকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ