ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী যাবেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী যাবেন শুক্রবার নারায়ণ চন্দ্র চন্দ

রাজশাহী: মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দুই দিনের সরকারি সফরে শুক্রবার (০৪ মার্চ) রাজশাহী যাবেন।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে রাজশাহী জেলা তথ্য অফিসার নাফেয়ালা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।



সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শনিবার (০৫ মার্চ) রাজশাহী বিশ্বিবিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের ১২ বছর পূর্তি ও অ্যালামনাই পুনর্মিলনী-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী এদিনই বিকেলে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ