ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

রক্তচক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
রক্তচক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না

ঢাকা: রক্তচক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিন অন্যথায় খেলাফতে ইসলাম আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।



বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের জাতীয় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইসলামী খেলাফতের সব সদস্যকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী হুকুমত কায়েমের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে, প্রয়োজন হলে নিজের সবকিছু কুরবান করতে হবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, বর্তমানে দেশ একটা ক্রান্তিলগ্ন পার করছে, আন্দোলনের মাধ্যমেই দেশকে এই কঠিন সময় থেকে মুক্ত করতে হবে। নেতা হয়ে শুধু বক্তব্য দিলে হবে না, দেশের সব ছাত্রকে ইসলামী খেলাফতের পতাকার নিচে আনতে হবে।

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আনছারুল হক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ছাত্র খেলাফতের সেক্রেটারি জেনারেল মো. খোরশেদ আলম।

সম্মেলনে মো. খোরশেদ আলমকে সভাপতি ও আবুল হাসেমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী দুই বছরের জন্য ৮১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহম্মেদ, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা আবু তাহের জিহাদী, যুগ্ন মহাসচিব মুফতি তৈয়ব হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এইচআর/এফবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ