ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবিদ্বারে নারীসহ ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্টাফ ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
দেবিদ্বারে নারীসহ ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কুমিল্লা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে এক নারীসহ আট ওয়ার্ড সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তফসিল অনুযায়ী ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৩ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের একটি সংরক্ষিত ও আটটি সাধারণ ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় ওই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

তারা হলেন- সুলতাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মাজেদা বেগম, একই ইউনিয়নের সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮ নং ওয়ার্ডে সুলতান আহমেদ, ৯ নং ওয়ার্ডে মফিজুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আবুল কালাম, ৯ নং ওয়ার্ডে আমির হোসেন, বরকামতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সহিদুল ইসলাম, ধামতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আবু তাহের, সুবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আব্দুল খালেক ভূঁইয়া, রসুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় শুক্রবার তাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ