ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রাজনীতি মানেই ধ্বংসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
খালেদা জিয়ার রাজনীতি মানেই ধ্বংসের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি মানেই ধ্বংসের, মানুষ পড়োনোর- এমনই মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি।

তিনি বলেছেন, শেখ হাসিনার রাজনীতি জনসেবা আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের।

অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতি দখল ও মানুষ পোড়ানোর।

বৃহস্পতিবার (০৩ মার্চ) লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ছায়েদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকারে বিশ্বাসী। তিনি জেলেদের অধিকার আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন।

ইলিশ সম্পদ রক্ষায় জাটকা না ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জেলেদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়ার সরকারি পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকারের আমলে বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান অর্জন করেছে। জাটকা রক্ষা করতে পারলে আমার আরও এগিয়ে যেতে পারবো।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে  এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ